অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় নারী আত্মঘাতি বোমা হামলাকারীর হামলায় অন্তত ৫ ব্যাক্তি নিহত


নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলীয় শহর দামাতুরায় এক আত্মঘাতি নারী বোমা হামলাকারীর হামলায় অন্তত ৫ ব্যাক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঐ শহরের একটি বাস ষ্টেশনের প্রবেশমুখে করা হামলায় আহত হয়েছ ২৮ জন।

হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি; তবে জঙ্গী গোষ্ঠী বোকো হারাম সম্প্রতি ঐ অঞ্চলে আত্মঘাতি বোমা হামলায় অপহরণকৃত তরুনী ও নারীদেরকে ব্যাবহার করছে।

গত বছর দেশের উত্তর-পর্বাঞ্চলীয় একটি ছোট শহর থেকে বোকো হারাম ৩০০জন স্কুল ছাত্রী অপহরণ করে। তাদের মধ্যে ২০০ জন এখনো নিখোঁজ রয়েছে।

সম্প্রতি আরেক জঙ্গী গোষ্ঠী ইসলামিক ষ্টেটের সঙ্গে জোঠ গঠনের ঘোষণাকারী বোকো হারাম; উত্তর নাইজেইরয়ায় ইষলাইমক শাষণ কায়েমের নামে এ পর্যন্ত প্রায় ১০ হাজার নাইজেরিয়ানকে হত্যা করেছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারী তার সেনাবাহিনীকে ৩ মাসের মধ্যে বোকো হারামের সন্ত্রাস দমনের নির্দেশ দিয়েছেন।

XS
SM
MD
LG