অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটন নেভী ইয়ার্ডে স্বাভাবিক কাজর্ম শুরু, চলবে তদন্ত


ওয়াশিংটন নেভী ইয়ার্ডে দু:খজনক গোলাগুলীর ঘটনায় বন্দুকধারীসহ ১৩জন নিহত হওয়ায় তিনদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সেখানে স্বাভাবিক কাজর্ম শুরু হচ্ছে। একই সঙ্গে সোমবারের ঘটনার তদন্তও চলবে।

প্রাক্তন সৈনিক বিষয়ক অধিদপ্তর জানিয়েছে ঘাতক সাবেক চুক্তিভিত্তিক নৌসেনা সদস্য এ্যারোন এ্যালেক্সিস সোমবারের বন্দুক হামলার দুই সপ্তাহ আগে তার নিদ্রাহীনতা বা ইনসোমনিয়া’র চিকিৎসার জন্য ভার্জিনিয়ার দুটি হাসপাতালে গিয়েছিল। দুবারই চিকিৎসকরা তাকে ঘুমের ওষুধ দিয়েছিলেন। তখন সে চিকিৎসকদেরকে বলেছিল সে দুশ্চিন্তাগ্রস্থ নয় অথবা নিজেকে বা অন্য কাউকে আঘাত করার কথা সেভাবে না।

এর আগে তদন্তকারীরা জানিয়েছেন এ্যালেক্সিস অন্য মানুষের আওয়াজ শুনতেপায় এই অভিযোগ করে ভার্জিনিয়ায় মানষিক রোগের চিকিৎসা নিচ্ছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বলেছেন সোমবার নেভি ইয়ার্ডে গোলাগুলির ঘটনায় জড়িত এ্যালেক্সিসকে কিভাবে লাল পতাকা নিরাপত্তা পার হয়ে ভেতরে ঢুকতে দেয়া হল তা নিয়ে কর্মকর্তাদেরকে প্রশ্ন করা হবে।
XS
SM
MD
LG