অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে ফেরী ডুবে ২০ জনের মৃত্যু


মিয়ানমারের পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে যে নাগোয়াইন নদীতে একটি ফেরী ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। ঐ ফেরীতে বেশির ভাগই বিয়ে বাড়ি ফেরত অতিথি ছিলেন। জরুরী উদ্ধার কর্মীরা জানিয়েছেন, একটি নৌকার সংগে ধাক্কা লেগে ফেরীটি ডুবে যায়। কর্মকর্তারা বলেন, এখনও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন এবং এ পর্যন্ত ৩০ জনকে তারা উদ্ধার করতে পেরেছে।

পুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া ফেরীতে অন্তত ৭০জন যাত্রী ছিল বলেই মনে করা হচ্ছে। পাথেইন এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা ঐ ফেরী ফিরে যাচ্ছিলেন। এদের মধ্যে বেশীর ভাগই একে অপরের আত্মীয়।

মিয়ানমারে অনেক মানুষই নদী পথে চলাচল করেন এবং সেখানে মারাত্মক ধরণের নৌযান ডুবি খুব সাধারণ ঘটনা

XS
SM
MD
LG