আরো লোকের মৃত্যুর খবরে, বার্মার কর্তৃপক্ষ, মার্শাল ল 'র সময়সীমা বৃদ্ধি করেছেI রাজনৈতিক বন্দিদের সহায়তাকারী গ্রূপ, AAPP যারা সহিংসতার ওপর নজর রাখছে, জানায়, সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ জন নিহত হয়েছেনI রাষ্ট্রীয় পরিচালিত টিভি জানায়, উত্তর ও দক্ষিণ দাগন শহর, দাগন সেইখান এবং উত্তর ওক্কালোপাতে কারফিউ বলবদ করা হয়েছেI
জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুটেরেজ, দেশটির সামরিক বাহিনীর হাতে এই বর্ধিত সহিংসতায় রীতিমত আতংকিত বোধ করছেনI পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রী, জলিনা পোর্টার বলেছেন, প্রতিবাদকারীদের বিরুদ্ধে এই সহিংস হামলা, অনৈতিক ও সমর্থনযোগ্য নয়I