আজ মিয়ান্মারের রাজনৈতিক সংকট এক নতুন মোড় নিয়েছে যখন সামরিক শাসকদের সমর্থকরা ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের উপর হামলা করে। এ দিন সামরিক বাহিনীর শত শত সমর্থক ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে একটি সমাবেশে যোগ দিতে আসে।
দ্য এসোসিয়টেড প্রেস জানাচ্ছে যে, সামরিক বাহনীর সমর্থকরা যখন শহরটির মূল রেল স্টেশনের কাছে মিছিল করছিল, তখন সেখানে রাস্তার পাশে দাঁড়ানো কিছু লোক তাদের ব্যঙ্গ বিদ্রুপ করে। তখন সামরিক বাহিনীর সমর্থক মিছিলকারীরা তাদের উপর পাথর ছুঁড়ে মারে এবং গুলতিও ব্যবহার করে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সামরিক বাহিনীর সমর্থক বিক্ষোভকারীরা একটি অফিস ভবনের সামনে আক্রমণ করছে এবং অন্তত একজন বিক্ষোভকারীর হাতে ছুরি ছিল।