একটি প্রধান মাদক কার্টেলকে সমর্থন দেওয়ার জন্য, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রনালয়, ১৫টি মেক্সিকান ব্যবসা প্রতিষ্ঠান ও ৬ ব্যক্তির বিরুদ্ধে বুধবার নিষেধাজ্ঞা আরোপ করেছে।
অর্থ মন্ত্রনালয়ের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক অস্থায়ী প্রধান জন ই স্মিথ বলেছেন “লস কিউনিস মাদক পাচার সংগঠন হচ্ছে মেক্সিকোর সবচাইতে শক্তিশালী ও সহিংস মাদক কার্টেলের অন্যতম।”
বুধবারের ওই পদক্ষেপে ওই প্রতিষ্ঠানের যে কোন সম্পদ যুক্তরাষ্ট্রে আছে তা জব্দ করা হলো এবং কোন আমেরিকান ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোন লেনদেন করতে পারবে না।