অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র মেক্সিকান ব্যবসা প্রতিষ্ঠান ও ৬ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে


FILE - U.S. Customs and Border Protection displays an intercepted shipment of marijuana that was brought into the U.S. from Mexico, near Yuma, Arizona.
FILE - U.S. Customs and Border Protection displays an intercepted shipment of marijuana that was brought into the U.S. from Mexico, near Yuma, Arizona.

একটি প্রধান মাদক কার্টেলকে সমর্থন দেওয়ার জন্য, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রনালয়, ১৫টি মেক্সিকান ব্যবসা প্রতিষ্ঠান ও ৬ ব্যক্তির বিরুদ্ধে বুধবার নিষেধাজ্ঞা আরোপ করেছে।

অর্থ মন্ত্রনালয়ের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক অস্থায়ী প্রধান জন ই স্মিথ বলেছেন “লস কিউনিস মাদক পাচার সংগঠন হচ্ছে মেক্সিকোর সবচাইতে শক্তিশালী ও সহিংস মাদক কার্টেলের অন্যতম।”

বুধবারের ওই পদক্ষেপে ওই প্রতিষ্ঠানের যে কোন সম্পদ যুক্তরাষ্ট্রে আছে তা জব্দ করা হলো এবং কোন আমেরিকান ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোন লেনদেন করতে পারবে না।

XS
SM
MD
LG