ইসরাইলের মন্ত্রীপরিষদ জেরুজালেমের সংঘর্ষশীল এবং উস্কানী দেওয়া যেতে পারে এমন সব স্থান পৃথক করে সীল করতে পুলিশকে অনুমতি দিয়েছে। সাম্প্রতিক সময়ের অনেক আক্রমণকারীই জেরুজালেমের আরব অঞ্চলগুলো থেকে এসছে। বুধবার সকালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহুর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় যে সন্ত্রাসীদের স্থায়ী অবাসিক অধিকার বাতিল করা হবে এবং যারা আক্রমণ চালাবে তাদের সম্পত্তি আটক করা হবে।
এ দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলছেন যে ফিলিস্তিন ও ইসরাইলিদের মধ্যে সহিংসতা বন্ধ করানোর লক্ষে তিনি ইসরাইল ও ফিলিস্তিনি এলাকা সফরে যাবেন। মঙ্গলবার সন্ধ্যায় কেরি হার্ভাডের কেনেডি স্কুলে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন যে তিনি সেখানে যথাসময়ে যাবেন এবং এই বিপজ্জনক সংঘাত থেকে তাদের সরিয়ে আনা যায় কীনা তার জন্য কাজ করবেন।
ফিলিস্তিনিদের আক্রমণের পরিপ্রিক্ষতে মঙ্গলবার জেরুজালেমের জন্য ছিল সব চেয়ে মারাত্মক দিন । সেদিন অন্তত তিন জন ইসরাইলী নিহত হয়।