অ্যাকসেসিবিলিটি লিংক

পর পর ৭ সপ্তাহ ধরে বিশ্বে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থা 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সোমবার জানায়, বিশ্বজুড়ে পর পর ৭ সপ্তাহ ধরে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং ৪ সপ্তাহ ধরে মৃতের সংখ্যা বাড়তে দেখা গিয়েছেI জিনিভা সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে, WHO 'র মহাপরিচালক, ড:গেব্রেসাস বলেন, গত মাত্র এক সপ্তাহে আমরা ৪র্থ সর্বোচ্চ বড় সংখ্যা রেকর্ড করেছিI

ড: গেব্রেসাস দোষারোপ করে বলেন, সন্দেহপ্রবন হওয়া, আত্মতুষ্টি এবং বাধানিষেধ মানায় অসঙ্গতি, সংক্রমণ আরো বাড়িয়ে তুলতে পারে এবং আরো বহু জীবন কেড়ে নেবেI তিনি বলেন ভ্যাকসিন সংক্রমণের বিরুদ্ধে এক বড় হাতিয়ার হতে পারে, তবে তা একমাত্র উপায় নয়I

তিনি আরো বলেন, WHO,সীমাহীন লক ডাউন দেখতে চায় না, চায় সমাজের কাজকর্ম শুরু হোক, অর্থনীতি চালু হোক এবং লোকজনের জন্য আবারও ভ্রমণ শুরু হোকI

XS
SM
MD
LG