ইন্দোনেশিয়া, চীনা জাহাজগুলির টহলদারি এবং বিতর্ক এড়াতে তাদের নাটুনা দীপাঞ্চলীয় এলাকায় তাদের নৌ কমান্ড স্কোয়াডের সদর দপ্তর সরিয়ে নিচ্ছে I নৌবাহিনী প্রধান বলেন, সমুদ্রে কোনো বিবাদ এড়াতে এবং সত্তর জবাব দিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে সঠিক কোনো তারিখ ধার্য করা হয়নিI
এই স্কয়াডের দায়িত্ব নিকটবর্তী নাটুনা জলসীমার দাবি সংরক্ষণসহ ইন্দোনেশিয়ার নৌ সারভৌমত্ব নিশ্চিত করা I নাটুনা দীপাঞ্চলীয় এলাকার জলসীমায় চীনের কোস্ট গার্ড ও মাছ ধরার ট্রলার প্রতিনিয়ত আনা গোনা করে থাকেI
ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান, ইয়োদো মারগোনো বলেছেন, স্কয়াড কমান্ডারকে সরাসরি যুদ্ধজাহাজ পরিচালনা করে হুমকি মোকাবেলার নির্দেশ দেয়া হয়েছেI