জঙ্গি হামলায় কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত। আচমকা জঙ্গি হামলায় মারা গেছে অন্তত ২০ জন সৈন্য। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে গত দু’দশকে মণিপুরে এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলা। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।