অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় ও পাকিস্তানি সৈন্যদের মধ্যে সংঘর্ষে চার জন নিহত


বিবদমান কাশ্মিরের উত্তরাঞ্চলে ভারতীয় ও পাকিস্তানি সৈন্যদের মধ্যে গত রাতে লড়াই শুরু হলে অন্তত চার জন কাশ্মিরী গ্রামবাসী নিহত এবং অনেকে আহত হয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন যে নিয়ন্ত্রণ রেখার ভারতীয় দিকে দু জন এবং পাকিস্তানী দিকে দু জন নিহত হয়েছে।

দুটি দেশই পরস্পরকে আগে সংঘাত শুরু জন্যে দায়ী করেছে এবং এই সংঘাত আজ শনিবার সকালেও চলছিলো।

ভারত, পাকিস্তানের সঙ্গে আগামী সপ্তার বহুল প্রতীক্ষিত আলোচনা বাতিল করে দেওয়ায়, এ সপ্তার গোড়ার দিকে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত বলছে যে নতুন দিল্লিতে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদীদের বৈঠক হওয়ায় তারা এই আলোচনা বাতিল করেছে।

বৈঠক বাতিল করার ব্যাপারে, ভারতের সিদ্ধান্তকে পাকিস্তান আলোচনা ব্যাহত হওয়া বলে বর্ণনা করে বলেছে যে ভারত পাকিস্তান আলোচনার আগে কাশ্মিরী নেতাদের সঙ্গে বৈঠক করা অনেক দিন ধরেই চলে আসছে যাতে করে কাশ্মির নিয়ে দু দেশের মধ্যে অর্থবহ আলোচনা হতে পারে।

XS
SM
MD
LG