চলতি আগষ্ট মাসের প্রথম সপ্তাহে ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলা থেকে সরকারী পর্যায়ের এক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে যাচ্ছেন এক বৈঠকে যোগদান করতে। সরকারী সূত্রের খবর, ভারত ও বাংলাদেশের মধ্যে এই বৈঠকে উঠে আসতে পারে চরমেঘনা প্রসঙ্গ। সংশ্লিষ্ট নদীয়া জেলার জেলা শাসক বিজয় ভারতী বলেছেন...চরমেঘনা ছিটমহলের মধ্যে পড়েনা তবে সাধারণ মানুষের চাহিদা থেকে এটি নিয়ে আলোচনা হতে পারে। চরমেঘনার সবাই ভারতীয় যাদের ভোটার কার্ড রয়েছে তাদের বিষয়টি নিয়ে আলোচনা হবে।
একই সাথে রাজ্য প্রশাসনের বক্তব্য, ভারত ও বাংলাদেশের মধ্যে, মাঝে মধ্যেই এজাতীয় সার্থক বৈঠকই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কে মজবুত করবে।
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।