অ্যাকসেসিবিলিটি লিংক

চীন ও মিয়ানমার ৩০টির বেশি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে


চীন ও মিয়ানমার আজ ৩০টির বেশি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। যার মধ্যে, কৃষি, শিল্প নিরাপত্তা, তথ্য এবং মিয়ানমারের কাচিন প্রদেশে অভ্যন্তরীন ভাবে বাস্তুচ্যুত লোকজনের পুনর্বাসনের বিষয়টিও আছে।

মিয়ানমারের স্টেট কাউন্সেলার অং সান সু চি, রাজধানী নাপিতাউ ‘এ মিয়ানমার সফররত চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানান।

তাঁরা প্রায় ৩৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্তিত ছিলেন যার মধ্যে রয়েছে বঙ্গোপসাগরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল Kyaukphyu সম্পর্কে সমঝোতাপত্রও। এর ফলে চীন ভারত সাগরে প্রবেশ করতে পারবে এবং পারস্য উপসাগর থেকে তেল ও গ্যাস আমদানীর পথ সুগম হবে।

XS
SM
MD
LG