অ্যাকসেসিবিলিটি লিংক

পরিযায়ী হাঁস ও পাখিরা উত্তর ও দক্ষিণ কোরিয়ার সেতুবন্ধন গড়তে পারে 


কভিড-১৯'র কারণে উত্তর ও দক্ষিণ কোরিয়ার আলোচনা স্থগিত রয়েছেI তবে সংরক্ষণবিদরা জানান, পরিযায়ী হাঁস ও পাখিরা দুই কোরিয়ার সংলাপ শুরুতে ভূমিকা রাখতে পারেI লক্ষ লক্ষ এসব পরিযায়ী হাঁস ও পাখির দল শীতের শুরুতে পূর্ব-এশিয়া-অস্ট্রেলিয়া আকাশপথে, ২২টি দেশের ওপর দিয়ে আর্কটিক শীতের তীব্রতা থেকে বাঁচতে দক্ষিণ প্রশান্ত ও ভারত মহাসাগরের পথে পাড়ি জমায় I

দীর্ঘ এই পথে প্রায়, ৫০০কোটি পরিযায়ী পাখি 'ইয়েলো সাগর' অতিক্রম করে চীন ও কোরীয় উপদ্বীপের ওপর দিয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলের দিকে ছুটে আসেI এই পথ পাড়ির এক পর্যায়ে, প্রায় ২০০ প্রজাতির হাঁস কোরীয় এলাকার জলাভূমিতে ক্ষনিকের বিরতির জন্য নামে,অনেকেই আবার এখানে থেকে যায়I

পূর্ব-এশিয়া-অস্ট্রেলিয়া ফ্লাইওয়ে পার্টনারশিপের, দাঘ ওয়াটকিনস বলেন,
এসব পাখিরা দুটি দেশের সেতুবন্ধনে সহায়তা করতে পারেI বন্য এসব পাখি ও হাঁস সংরক্ষণে দুই কোরিয়া সংলাপে বসতে পারে এবং পুরোনো হারিয়ে যাওয়া সম্পর্ক, নুতন করে গড়তে পারে I

XS
SM
MD
LG