হাওয়াই’র কিলাউয়া আগ্নেয়গিরিটি থেকে যে লাভা নির্গত হচ্ছে তাতে হাওয়াই’র প্রধান একটি সড়কে প্রতিবন্ধক সৃষ্টি করার হুমকি রয়েছে। ওই সড়কটি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ওই স্থান ত্যাগ করার একটা পথ। ওদিকে ২২টি ফাটলের দুটি একত্রিত হয়ে গেছে।
শনিবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরীপ সংস্থার আকাশ থেকে নেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অতি দ্রুত প্রবাহিত লাভা দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে ঘন্টায় ২৭০ মিটার বেগে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্র থেকে ২ দশমিক ৪ কিলোমিটার দুরত্বে ওই লাভা প্রবাহিত হচ্ছে।
ভিডিওতে আরও দেখা যায় একটি ফাটল থেকে লাভা ১০০ মিটার উচু পর্যন্ত উঠে।