অ্যাকসেসিবিলিটি লিংক

 
তুমুল বন্দুক যুদ্ধ চলছে কায়রোর রামসেস স্কোয়ারের পাশে আল-ফাতাহ মসজিদ ঘিরে

তুমুল বন্দুক যুদ্ধ চলছে কায়রোর রামসেস স্কোয়ারের পাশে আল-ফাতাহ মসজিদ ঘিরে


তুমুল বন্দুক যুদ্ধ চলছে কায়রোর রামসেস স্কোয়ারের পাশে আল-ফাতাহ মসজিদ ঘিরে, যেখানে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মোরসীর কয়েকশত সমর্থক বিক্ষোভ করছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে নিরাপত্তা বাহিনী ঔ মসজিদ তাক করে গুলী ছুড়ছে। ওখানে কর্তব্যরত সাংবাদিকরা জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর দিকেও মসজিদের উঁচু মিনার থেকে গুলীকরা হচ্ছে। তবে কারা গুলী ছুড়ছে সে বিষয়টি এখনো পরিস্কার নয়।

মসজিদের অভ্যন্তরে অবস্থান নেয়া সাবেক প্রেসিডেন্ট মোরসীকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবীতে বিক্ষোভরত মুসলিম ব্রাদারহুড সমর্থকরা ছাড়াও এর বাইরে দেখা জড়ো হয়েছেন শত শত সাধারন মানুষ। এর মধ্যে ব্রোদারহুডের বিরোধীরাও রয়েছেন বলে জানান সাংবাদিকরা।

মোরসীর ক্ষমতাচ্যুতির পর জুলাইয়ের প্রথমদিকে নিয়োগ দেয়া অন্তর্বতী সরকারের প্রধানমন্ত্রী হাজেম এল বেবলাওয়ী বলেছেন শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন সরকার। তবে যারা রক্তে হাত রাঙ্গিয়েছেন তাদেরকে বাদ রেখে।

মিশরের সাম্প্রতিক সংঘাত শুরু হয় শুক্রবার যখন হাজার হাজার মোরসী ও ব্রাদারহুড সমর্থক রাজপথে প্রতিবাদ বিক্ষোভে নামে এবং পুলিশের সাথে বিভিন্ন স্থানে সংঘর্ষ বাধে।

মিশরের অন্তর্বর্তী সরকারী মুখপাত্র শরীফ শাওকি শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে জানান শুক্রবারের সংঘর্ষে ৫৭ জন নিরাপত্তা কর্মী সহ ১৭৩ জন নিহত ও সহস্রাধিক আহত হয়েছে । তিনি বলেন কায়রোতেই নিহতেরসংখ্যা ৯৫ জন। দেশব্যাপী নৈরাজ্যকর অবস্থার সৃষ্টির জন্য দিনি মুসলিম ব্রাদারহুডকে দায়ী করেন।

বুধবার কায়রোয় মোরসীর ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবীতে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৭০০ জন নিহত হয়েছে। তবে মসলিম ব্রদারহুডের দাবী, নিহতের সংখ্যঅ কয়েক সহস্র।
XS
SM
MD
LG