আজ শুক্রবার, যুক্তরাষ্ট্রের মুসলমানরা পালন করছেন, পবিত্র ঈদুল ফিতর। বিভিন্ন দেশের মুসলমানদের সাথে সাথে বাংলাদেশী মুসলমানদের আজকের দিনটি কেমন কাটছে, তাই জানতে চেয়েছেন সাবরিনা চৌধুরী।
প্রবাসে ঈদের জামাতে নামাজ আদায় করতে আসা বিভিন্ন দেশের অভিবাসী মুসলমানরা যখন মসজিদ কিংবা ঈদগাহে সমবেত হন, তখন এক একটি দেশের পোশাক, খাদ্য, সাংস্কৃতিক ঐতিয্য, কৃষ্টি সব কিছুর সমন্বয়ে এক বিশ্ব মিলন মেলার বর্নচ্ছটায় মোহনীয় হয়ে উঠে আমেরিকায় উদযাপিত ঈদ। আনন্দের বন্যা প্লাবিত করে নানা রঙের নানা ভাষার মানুষের হৃদয়কে। প্রবাসী বাংলাদেশীদের সাথে কথপকথনে এ কথাই উঠে এসেছে বার বার।