সুন্দরবনে তেল নিঃসরণের ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ ক্ষয়-ক্ষতি মোকাবেলা এবং পূনর্বাসনে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এখন পর্যন্ত তেল অপসারণের কাজ শুরু হয়নি। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্টি শুনুন আমির খসরুর কাছে।
বাংলাদেশে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব চরম সংকটাপূর্ণ। গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে। এনিয়ে বিস্তারিত রিপোর্ট শুনুন ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর কাছে।