অ্যাকসেসিবিলিটি লিংক

রিপাবলিকান দলের ১০ জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ওহাইওতে আজ প্রথম বিতর্ক


রিপাবলিকান দলের ১০ জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে আজ বৃহস্পতিবার রাতে শুরু হচ্ছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম বিতর্ক।

যারা এ বিতর্কে আংশ নিচ্ছেন তারা হলেন- বিলওনেয়ার ব্যাবসায়ী ও টিভি ব্যাক্তিত্ব ডনাল্ড ট্রাম্প, সাবেক দুই রাজ্য গভর্নর ফ্লোরিডার জেব বুশ ও আরকানসার মাইক হাকাবী, বর্তমান তিন গভর্ণর- উইসকনসিনের স্কট ওয়াকার, নিউ জার্সির ক্রিস ক্রিস্টি এবং ওহাইওর জন ক্যাসিক ছাড়াও সেনেটর র‍্যান্ড পল, মার্কো রুবিও ও ট্রেড ক্রুজ এবং নিউরোসার্জন বেন কার্সন।

ফক্স নিউজ জাতীয় জরিপের ভিত্তিত্তে বিতর্কের জন্যে এই ১০ জনকে বাছাই করেছে।

৭ রিপাবলিকান প্রার্থী যারা এই বিতর্কের বাছাইয়ে আসেননি, মূল বিতর্কের আগে তাদের নিয়ে একটি ক্ষুদ্র বিতর্ক অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যায়। তারা হচ্ছেন রিপাবলিকান দলের একমাত্র নারী প্রার্থী সাবেক প্রযুক্তি নির্বাহী কার্লি ফিওরিনা, সাবেক গভর্ণর রিক পেরী, জর্জ প্যাটাকি ও জিম গিলমোর, বর্তমান লুইজিয়ানা হভর্নর ববি জিন্দাল, সাউথ ক্যারোলাইনা গভর্ণর লিন্ডসে গ্রাহাম এবং সাবেক পেনসেলভেনিয়া সেনেটর রিক সান্তোরাম।

XS
SM
MD
LG