অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বাইডেন টিকা অভিযান অব্যাহত রাখবেন 


FILE - President Joe Biden speaks about the distribution of COVID-19 vaccines, in the East Room of the White House in Washington, May 17, 2021.
FILE - President Joe Biden speaks about the distribution of COVID-19 vaccines, in the East Room of the White House in Washington, May 17, 2021.

বাইডেন প্রশাসন, স্বাধীনতা দিবসের টিকাদানের বেঁধে দেয়া লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে, প্রেসিডেন্ট বাইডেন আবারো ভ্যাকসিন নেন নি, এমন জনগণের প্রতি সর্ব সাম্প্রতিক উদ্বেগজনক ভেরিয়েন্ট থেকে নিজেদের ও অন্যদের রক্ষার অন্য টিকা নেবার আবেদন জানিয়েছেনI দেশজুড়ে ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকায়, প্রেসিডেন্ট বাইডেনের সংক্রমণের প্রতি সাড়া এবং ভ্যাকসিন কর্মসূচি নিয়ে হোয়াইট হাউজে বক্তব্য রাখার কথা আছে I

বাইডেন প্রশাসন, ৪ঠা জুলাইয়ের মধ্যে ৭০% আমেরিকান জনগণকে অন্তত অংশত টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছিলেনI তবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল শুক্রবার জানায়, ৬৭% শতাংশ জনগণ একটি ডোজ এবং ৪৭% জনগণ দুটো ডোজ পেয়েছেনI

স্বাধীনতা দিবসে, প্রেসিডেন্ট বাইডেন আংশিক বিজয়ের কথা ঘোষণা করেনI তিনি বলেন, আমরা আবারো ফিরে এসেছি, ব্যবসা খুলেছে,চাকুরীর সৃষ্টি হচ্ছে, পুরো দেশজুড়ে আমরা আস্থার সঙ্গে এখন বলতে পারি যে, আমেরিকা স্বমহিমায় আবারো ফিরে এসেছেI

তবে প্রেসিডেন্ট একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে ভাইরাস ৬ লক্ষের অধিক জীবন কেড়ে নিয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই এখনো শেষ হয় নিI তিনি বলেন, সবচাইতে দেশপ্রেমী কাজটি হবে এখন টিকা নেয়াI

(এ পি )

XS
SM
MD
LG