অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় নিরাপত্তার স্বার্থে দূর্নীতির বিরুদ্ধে লড়াই: বাইডেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দূর্নীতির বিরুদ্ধে লড়াইকে জাতীয় নিরাপত্তার মূল স্বার্থ হিসেবে আনুষ্ঠানিক ভাবে স্থাপন করছেন। বাইডেন আজ বৃহস্পতিবার তাঁর প্রকাশিত জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রথম স্মারক লিপিতে, তাঁর দূর্নীতি বিরোধী কর্মসূচীর রূপরেখা তুলে ধরেছেন। প্রেসিডেন্ট তাঁর নির্দেশনায় বলেন, “দূর্নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমতা, বিশ্বব্যাপী দারিদ্র বিরোধী ও উন্নয়ন প্রচেষ্টা এবং খোদ গণতন্ত্রের বিরুদ্ধে হুমকি”।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দূর্নীতির বিরুদ্ধে লড়াইকে জাতীয় নিরাপত্তার মূল স্বার্থ হিসেবে আনুষ্ঠানিক ভাবে স্থাপন করছেন। বাইডেন আজ বৃহস্পতিবার তাঁর প্রকাশিত জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রথম স্মারক লিপিতে, তাঁর দূর্নীতি বিরোধী কর্মসূচীর রূপরেখা তুলে ধরেছেন। প্রেসিডেন্ট তাঁর নির্দেশনায় বলেন, “দূর্নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমতা, বিশ্বব্যাপী দারিদ্র বিরোধী ও উন্নয়ন প্রচেষ্টা এবং খোদ গণতন্ত্রের বিরুদ্ধে হুমকি”। তিনি আরও বলেন , “ তবে দূর্নীতিকে কার্যকর ভাবে ঠেকিয়ে ও এর মোকাবিলা করে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার সুবিধেগুলো তুলে ধরে, আমরা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর অত্যাবশকীয় সুবিধাগুলোকে নিশ্চিত করতে পারি।

বাইডেনের এই স্মারকলিপিটি গুরুত্বপূর্ণ কারণ এটি প্রেসিডেন্টের কাছ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। যেমনটি একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা বৃহস্পতিবারের অবহিতকরণ সভায় বলেন বাইডেন , “আশা করছেন যে সব সংশ্লিষ্ট ফেডারেল বিভাগ ও দপ্তরগুলো তাদের দূর্নীতি বিরোধী প্রচেষ্টাকে সুনির্দিষ্ট ভাবে উন্নত করবে”। অংশত এই স্মারক লিপিতে দেশে এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে সব রকমের অবৈধ আর্থিক লেনদেনের মোকাবিলা করার কথা বলা হয়েছে।

XS
SM
MD
LG