অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননে তিনটি সি-১৭ বিমানে ত্রাণ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র


বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র লেবাননে ত্রাণ ভর্তি তিনটি সি-১৭ বিমান পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে যে প্রথম সি-১৭ বিমান কাতারে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে প্রথম ধাপের ত্রাণ সরবরাহ করেছে। অন্য দুটি বিমান ২৪ ঘন্টার মধ্যে আরো খাদ্য ও পানি সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। সেন্টকম-এর প্রধান যিনি মধ্য প্রাচ্যে সামরিক অভিযানের তদারকি করেন,মেরিন জেনারেল কেনেথ "ফ্র্যাঙ্ক" ম্যাকেঞ্জি বৃহস্পতিবার বলেন, "আমরা লেবাননের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি এবং আশা করি লেবাননের পুনরুদ্ধার অতিরিক্ত সহায়তা প্রদান চালিয়ে যাব।" বিস্ফোরণে সৃষ্ট প্রাণহানি এবং ধ্বংসের জন্য সমবেদনা জানাতে ম্যাকেঞ্জি লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল জোসেফ আউনের সঙ্গে কথা বলেন।

XS
SM
MD
LG