অ্যাকসেসিবিলিটি লিংক

৬-১৬ই জুলাই ভারত ও বাংলাদেশের ছিটমহলে যৌথ সমীক্ষা


ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা দুদেশের ছিটমহল গুলিতে দুই দেশের প্রতিনিধি দল আগামী ৬-১৬ই জুলাই যৌথ সমীক্ষা চালাবে। সমীক্ষার মাধ্যমে ছিটমহলের বাসিন্দাদের কারা এক দেশ থেকে আরেক দেশে যেতে চান সে বিষয়ে মতামত নেওয়া হবে। বাসিন্দারা মতামত জানানোর পর প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানা গেছে। ইতিমধ্যেই চ্যাংরাবান্ধা বি এস এফ আউট পোষ্টে দুদেশের ম্যাজিস্ট্রেট পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের ১৬জন অংশ নেন। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আনারুল ই সলাম সহ কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ও নিলফমারি জেলার জেলাশাসকরা বৈঠকে শামিল হয়েছিলেন। ভারতের পক্ষে কোচ বিহার জেলার জেলাশাসক ছাড়াও জেলার পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আগামী ৩১ শে জুলাই য়ের মাঝ রাত থেকে আনুষ্ঠানিক ভাবে দুদেশের অভ্যন্তরে থাকা ছিটমহলমহল গুলি হস্তান্তরিত হবে।ছিটমহল বাসীরা অধীর আগ্রহে এই দিনটের দিকে তাকিয়ে আছে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG