ঢাকার দুই সিটি কর্পোরেশন অবশেষে মশক নিধনে বিশেষ অভিযান এবং ওষুধ ছিটানো শুরু করেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন গত বেশ কয়েক দিন ধরে মশক নিধনে বিশেষ অভিযান শুরুর কথা বললেও গত দু’তিন দিনে তা কিছুটা কার্যকর রূপ পেয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ পর্যন্ত ৬৫৮টি বাড়ি ও ভবনে অভিযান চালিয়ে ৫৬টিতে এডিস মশার লার্ভা পেয়েছে। ১৯ প্রতিষ্ঠানকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেড় শতাধিক ভবনে এডিস মশার লার্ভা পেয়েছে এবং ২জনকে কারাদন্ডসহ কয়েকটি বাড়ি ও ভবন মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম রোববার বিভিন্ন ভবনে এডিসের লার্ভা পাওয়ার কথা বলেছেন সাংবাদিকদের।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় এক ব্যাংক কর্মকর্তা এবং মাদারীপুরে একজন গৃহবধূ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২৯৯ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।