অ্যাকসেসিবিলিটি লিংক

কোলকাতার বইমেলায় শ্রোতাদের সঙ্গে রোকেয়া হায়দার


আমেরিকান সেন্টারের স্টল
আমেরিকান সেন্টারের স্টল
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার মিলিত হলেন ভয়েস অফ আমেরিকার শ্রোতা বন্ধুদের সঙ্গে এক আলাপচারতার অনুষ্ঠানে । এর আয়োজক ছিল কোলকাতাস্থ আমেরিকান সেন্টার।“ এক আকাশ , এক বাতাস” শ্লোগানে যখন এবারের ৩৭ তম কোলকাতা পুস্তক মেলা মুখর , যার সূচনা ইতিমধ্যেই ঘটেছে , গত ২৬শে জানুয়ারী কোলকাতার মিলন মেলা প্রাঙ্গনে। এই বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত ভাষা ও সাহিত্যের গবেষক , অধ্যাপক আনিসুজ্জামান। এই ৩৭তম কোলকাতা বইমেলার থিম : বাংলাদেশ।

এই বইমেলায় রোববার বিকেলে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সঙ্গে , ভিওএ ‘র শ্রোতাদের মত বিনিময়। দু জন শ্রোতা বন্ধুর প্রতিক্রিয়া নিয়েই এই রিপোর্ট।

please wait
Embed

No media source currently available

0:00 0:02:34 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG