গত সপ্তায় ক্যাপিটলে ট্রাম্প সমর্থকরা যে অরাজকতা সৃষ্টি করেছিল তাতে হতবাক হয়েছে বিশ্ববাসী । এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যেমন, তেমনি বিশ্বে বিভিন্ন দেশে নানান রকমের প্রতিক্রিয়া হয়েছে । অনেকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সমসাময়িক রূপ নিয়েও প্রশ্ন তুলেছেন। এ দিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংসনের প্রস্তাব ও উত্থাপন করার প্রস্তুতি চলছে । এই অবস্থার বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ , একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, ইমতিয়াজ আহমেদ। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সাংবাদিক ও সম্প্রচারক আনিস আহমেদ ।
ভিডিও চিত্রধারণ ও সম্পাদনায় : সাফিউল মাসুদ