যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, বা CDC 'র পরিচালক ড: রোসেল ওয়ালেনস্কি, সোমবার তাঁর উদ্বেগ প্রকাশ করে বলেন, বহু রাজ্যে নিষেধাজ্ঞা শিথিল বা তুলে দেয়ায় এবং অধিক সংখ্যায় জনগণ ভ্রমণ করায়, যুক্তরাষ্ট্র এখন অবশ্যম্ভাবী এক নুতন সংক্রমণের ঢেউয়ের মুখেI যে কষ্টার্জ্জিত সফলতা আমরা মাত্র দেখতে শুরু করেছিলাম, তা আজ বিলীন হতে চলেছেI
হোয়াইট হাউস থেকে ভার্চুয়াল ভাষণে ড:ওয়ালেনস্কি বলেন, গত সপ্তাহে ৭দিন, প্রতিদিনই সংক্রমণের সংখ্যা গড়ে ৫৩,৮০০ ছাড়িয়ে যায়I তিনি বলেন, ক্যালিফর্নিয়া রাজ্যে নুতন আগ্রাসী ভাইরাসের কারণে ৫২% নুতন সংক্রমণ ঘটেছেI এসব সংখ্যা ইঙ্গিত দিচ্ছে যে, মহামারী শেষ হয়নি, কোথাও চলে যায় নি, বরঞ্চ পরিপূর্ণভাবে বিকশিত হতে চলেছেI