আফগানিস্তানের তালেবান, উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ এলাকায় চড়াও হয়। সেখানে গত সপ্তাহে মারাত্মক আত্মঘাতী বোমা হামলা হয়। নিরাপত্তা প্রদানে ব্যর্থতার কারণে জাতীয় এক্য সরকারকে পদত্যাগ করার দাবী জানাচ্ছে এখন লোকজন।
তালেবানের এক মুখপাত্র বলেছেন বিদ্রোহীরা রবিবার ভোরে ইমাম শাহিবে হামলা চালায় এবং তারপর ওই জেলার মধ্যাবর্তী এলাকার খুব কাছে এগিয়ে যায়। তাদের হামলায় সরকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য হতাহত হয় এবং আশেপাশের গ্রামগুলো তাদের নিয়ন্ত্রণ হারায়।
কিন্তু জেলার গভর্নর ইমামুদ্দীন কুরেশি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে তালেবানকে প্রতিহত করার জন্য, আফগান বাহিনী প্রচন্ড ভাবে লড়ছে। তাদের সাহায্য করার জন্য প্রাদেশিক রাজধানী কুন্দুজ থেকে সামরিক বাহিনীর সেনারা সেখানে গেছে। তিনি এই খবর নিশ্চিত করেছেন যে সংঘর্ষ অন্তত ৬ সেনা এবং ১০ বিদ্রোহী নিহত হয়।