যুক্তরাষ্ট্রের আইন বলবতকারী সংস্থা, সোমবার বষ্টন ম্যারাথনে মারাত্মক বোমা আক্রমনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে যে খবর সংবাদ মাধ্যমগুলো ব্যাপকভাবে প্রচার করছে তার সত্যতা তারা অস্বিকার করেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো, কেন্দ্রীয় কৌশুলী এবং বষ্টন পুলিশ বিভাগ ঔ ঘটনার সংগে সম্পৃক্ত সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার বার্তা মাধ্যেমে প্রচারিত এবং লিখিত রিপোর্টগুলো সঠিক নয় বলে জানিয়েছে।
তদন্তকারীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্রে একজনকে একটি জিনিষ বহন করছে দেখা গিয়েছে এবং কালো ব্যাগটি সম্ভাবত কোথাও রেখেছে যেখানে দুটি বোমার একটি বিস্ফোরিত হয়--- বাতসরিক এই প্রতিযোগীতা ঠিক যে লাইন বরাবর শেষ হয়েছে সেখানটায়।
সিএনএন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ভিডিও চিত্রে সন্দেহভাজন সম্ভাব্য দু’জনকে দেখা গিয়েছে।তবে এদের নাম এখন জানা যায়নি।
ঐ আক্রমনে তিনজন নিহত এবং আহত হয়েছে ১৭৬ জন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো, কেন্দ্রীয় কৌশুলী এবং বষ্টন পুলিশ বিভাগ ঔ ঘটনার সংগে সম্পৃক্ত সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার বার্তা মাধ্যেমে প্রচারিত এবং লিখিত রিপোর্টগুলো সঠিক নয় বলে জানিয়েছে।
তদন্তকারীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছ নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্রে একজনকে একটি জিনিষ বহন করছে দেখা গিয়েছে এবং কালো ব্যাগটি সম্ভাবত কোথাও রেখেছে যেখানে দুটি বোমার একটি বিস্ফোরিত হয়--- বাতসরিক এই প্রতিযোগীতা ঠিক যে লাইন বরাবর শেষ হয়েছে সেখানটায়।
সিএনএন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ভিডিও চিত্রে সন্দেহভাজন সম্ভাব্য দু’জনকে দেখা গিয়েছে।তবে এদের নাম এখন জানা যায়নি।
ঐ আক্রমনে তিনজন নিহত এবং আহত হয়েছে ১৭৬ জন।