পেরুর গ্রামাঞ্চলে প্রবল বৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে; ভূমিতে ধ্বস নেমেছে এবং গুরুতর বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার। ২০ ফেব্রুয়ারি।
নাজকাতে আজা নদী উপচে গিয়ে একাধিক গ্রামীণ এলাকা ভাসিয়ে দিয়েছে; জলমগ্ন হয়ে পড়েছে কৃষিজমি; ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর।
পানির তোড়ে একাধিক সেতু ভেঙে পড়েছে এবং এর ফলে বহু বাসিন্দা আটকে পড়েছেন।
নাজকাতে ক্রমবর্ধমান বন্যার পানিতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করছেন দমকল কর্মীরা।
কয়েক দিন ধরে কৃষকরা বাড়ি ছেড়ে অন্যত্র যেতে চাননি; আশঙ্কা ছিল, বাড়িঘর লুটপাট করা হবে।
তবে বৃহস্পতিবার পানির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তারা ঝুঁকি নিতে বাধ্য হন এবং নিরাপত্তার জন্য মরিয়া হয়ে উদ্বেল নদীর মধ্য দিয়ে অগ্রসর হয়েছেন।
পেরুর সরকার বহু এলাকাজুড়ে ১৫৭টি জেলায় বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছে কেননা কয়েক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি দেশের কয়েকটি এলাকাকে আঘাত করে চলেছে।
(এপি)