অ্যাকসেসিবিলিটি লিংক

গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি স্থিতিশীল হওয়ার আগেই অগ্ন্যুৎপাত ঘটেছে


১০ মার্চ সোমবার প্রত্যক্ষদর্শীর ফুটেজে দেখা গেছে, গুয়াতেমালার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ভলকান দ্য ফুয়েগো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে। সে সময় সেই আগ্নেয়গিরি থেকে লাভা এবং ছাই বের হচ্ছিলো, যার ফলে আশেপাশের জনবসতিগুলো সরিয়ে নেওয়া হয়।

রয়টার্স আসল ফাইল মেটাডেটার মাধ্যমে ভিডিওটির তারিখ এবং অবস্থান যাঁচাই করতে সক্ষম হয়েছে।

১২ মার্চ, বুধবার নাগাদ, গুয়াতেমালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিসমোলজি, আগ্নেয়গিরি, আবহাওয়া এবং জলবিদ্যা বিষয়ক প্রতিবেদনে জানিয়েছে যে আগ্নেয়গিরিটির বিস্ফোরণের পর্ব শেষ হয়েছে এবং নিয়মিত অবস্থায় ফিরে এসেছে । অগ্ন্যুৎপাত এর ফলে ১০০ মিটার উঁচুতে ম্যাগম্যাটিক গ্যাসের একটি কলাম নির্গত করা গর্তটিকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।তবে, ইনস্টিটিউট সারাদিনব্যাপী দুর্বল থেকে মাঝারি ধরনের বিস্ফোরণের সম্ভাবনাকে উড়িয়ে দেয়নি।

ভলকান দ্য ফুয়েগো, বা আগুনের আগ্নেয়গিরি, মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় এবং এটির গত দশকে ঘন ঘন অগ্ন্যুৎপাতের ইতিহাস রয়েছে, যার মধ্যে ২০১৮ সালে একটি বিধ্বংসী ঘটনা ঘটেছিলো, যাতে ১৯০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছিল।

এর সক্রিয়তা এবং এটি জনবহুল অঞ্চলগুলির কাছাকাছি হওয়ার কারণে, ফুয়েগোকে সিসমোলজিস্ট এবং আগ্নেয়গিরিবিদদের দ্বারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়।

আগ্নেয়গিরির চারপাশের এলাকাটি পর্যটক এবং হাইকারদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য, যদিও আগ্নেয়গিরির সক্রিয়তার কারণে এ স্থানটি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

XS
SM
MD
LG