▶️ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটির শীর্ষ কর্মকর্তা, ক্রিস্টি নোম নিউইয়র্কে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইস-এর অভিযানে যোগ দিয়েছেন; গত কয়েকদিনে গ্রেফতারির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার, ২৮ জানুয়ারি।
আইস-এর বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক দিনে ট্রাম্প প্রশাসন অভিবাসন সংক্রান্ত গ্রেফতারির মাত্রা বাড়িয়েছে; রবিবার প্রায় ১ হাজার ও সোমবার ১২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বক্তব্য অনুযায়ী, সংস্থাটি কর্মীদের একটি ই-মেইল মারফত জানিয়েছে, ট্রাম্প প্রশাসন রবিবার ১২০০ জনকে গ্রেফতারের “দাবি” করছে। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আরেক ব্যক্তি বলেছেন, আইস-এর অভ্যন্তরীণ ফোনালাপের মাধ্যমে গ্রেফতারির লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করা হয়েছে।
ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর থেকে অভিযুক্ত ফৌজদারি অপরাধীদের গ্রেফতারের সংখ্যা বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি আইস। (রয়টার্স)