এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে সাও পাওলোর আন্তর্জাতিক গুয়ারুলহোস বিমানবন্দরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা একটি বিমানের পিছনের অংশে (লেজে) বিদ্যুতস্পৃষ্টের মুহূর্তটি দেখা যাচ্ছে। শুক্রবার, ২৪ জানুয়ারি।
বিমানবন্দরের একাধিক টাওয়ারের রেখাচিত্র দিয়ে রয়টার্স স্বতন্ত্রভাবে অকুস্থল যাচাই করতে সক্ষম হয়েছে; এই জায়গায় তথ্য (ফাইল) ও উপগ্রহ চিত্রের সঙ্গে ওই রেখাচিত্র মিলে গেছে। মূল ফাইলের মেটা-ডেটা দিয়ে ফুটেজের তারিখও নিশ্চিত করতে পেরেছে রয়টার্স।
প্রত্যক্ষদর্শী বার্নহার্ড ওয়ার বলেছেন, এই ঘটনার পর লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিকে নিরাপত্তার জন্য অন্যত্র সরানো হয়।
ওয়ার আরও বলেন, সামান্য ক্ষয়ক্ষতি মেরামত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘন্টা পরে বিমানটি উড়াল দেয়। (রয়টার্স)