অ্যাকসেসিবিলিটি লিংক

আইভো ঝড়ের প্রভাবে ফ্রান্সের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা


ঝড় আইভোর কারণে ভারী বৃষ্টিপাতে বুধবার উত্তর-পশ্চিম ফ্রান্সের ছোট শহর রেডনেতে মারাত্মক বন্যা হয়েছে।

ওয়েটস্যুট পরে জরুরী কর্মীরা প্লাবিত রাস্তায় ভাসমান নৌকাগুলি বাসিন্দাদের কাছে নিয়ে যায়। তাঁরা লোকজন এবং তাদের জিনিসপত্রকে শুকনো স্থানে নিয়ে যেতে সাহায্য করেছে।

সপ্তাহান্তে ভয়াবহ আবহাওয়ার কারণে প্রায় ১০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্রান্সের জাতীয় বন্যা-সতর্কতা পরিষেবা অনুসারে রেডনের ভিলাইন নদীর স্তর বুধবার বিকেলে ৫.৩ মিটারে পৌঁছেছে, যা এক দিন আগের একই সময়ের চেয়ে প্রায় ৬০ সেন্টিমিটার বেশি।

জরুরি পরিষেবাগুলি উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে, এবং বাসিন্দাদেরকে বাড়ির ভিতরে থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে কারণ কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

(এপি)

XS
SM
MD
LG