হাজার হাজার ফিলিস্তিনি রবিবার উত্তর গাজায় তাদের বাড়িতে ফেরার পথে আটকে পড়েন এবং তাদের রাস্তায় অপেক্ষা করতে হয়। ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে সীমান্ত ক্রসিং পয়েন্টগুলো বন্ধ রাখে, যার ফলে জনতার মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে।
গাজায় আটক ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি বন্দিদের দ্বিতীয় দফা বিনিময়ের একদিন পর এই বিলম্বের ঘটনাটি, গাজা যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঝুঁকিগুলিকে স্পষ্ট করে তুলেছে।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলকে ২,০০০ পাউন্ডের বোমা সরবরাহ করার জন্য, যা তার পূর্বসূরি জো বাইডেন গাজার বেসামরিক জনগণের উপর প্রভাব নিয়ে উদ্বেগের কারণে ইসরায়েলে পাঠানো স্থগিত করেছিলেন।
মিশর ও জর্ডান
তিনি একই সাথে মিশর ও জর্ডানকে গাজা থেকে আরও বেশি সংখ্যক ফিলিস্তিনিকে সাময়িক বা স্থায়ীভাবে গ্রহণ করার আহ্বান জানান এবং বলেন, " পুরো এলাকাটাই আমাদের খালি করে ফেলা উচিত।"
জর্ডানের রাজা আবদুল্লাহর সাথে ফোনে কথা বলার পরে তিনি সাংবাদিকদের বলেন, "জায়গাটি আক্ষরিক অর্থে একটি ধ্বংসস্তূপ, প্রায় সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে।"
গাজা পরিচালনাকারী গোষ্ঠী হামাসের একজন কর্মকর্তা ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় সন্দেহ প্রকাশ করেন এবং দীর্ঘদিন ধরে চলে আসা ফিলিস্তিনিদের আশংকার প্রতিধ্বনি করেন যে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে।
হামাস পলিটিকাল ব্যুরোর সদস্য বেসাম নাইম রয়টার্সকে বলেন, ফিলিস্তিনিরা "কোনোও প্রস্তাব বা সমাধান গ্রহণ করবেন না, এমনকি সেই প্রস্তাবগুলোতে পুনর্গঠনের আড়ালে সদিচ্ছার আভাস থাকলেও মেনে নিবে না, যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।"