কিউবা, নিকারাগুয়া, ভেনেজুয়েলা ও হাইতির মানুষেরা সুবিধা পেতেন এমন একটি মানবিক প্যারোল কর্মসূচি সোমবার বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
“আমাদের সীমান্তের সুরক্ষায়ন” নামের নির্বাহী আদেশের (বিভিন্ন অভিবাসন সংক্রান্ত পদক্ষেপের রূপরেখা এটি) আওতায় প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য, সীমান্তে দেওয়াল গড়ে তুলতে “সকল প্রয়োজনীয় পদক্ষেপ” নেওয়া, দক্ষিণ সীমান্তে প্রতিরক্ষা সেনা মোতায়েন এবং অবৈধ অভিবাসীদের আটক করা। নির্দিষ্ট কয়েকটি প্যারোল কর্মসূচি বাতিল করার আবেদনও করা হয়েছে।
এমনই এক কর্মসূচি হল সিএইচএনভি কর্মসূচি (কিউবা, হাইতি, নিকারাগুয়া, ভেনেজুয়েলা); এই কর্মসূচিতে এই সব দেশগুলি থেকে প্রতি মাসে ৩০ হাজার ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং তারা দুই বছর পর্যন্ত থাকতে পারেন, যদি তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী কেউ থাকেন।
যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫,৩১,৬৯০ জন এ দেশে প্রবেশ করেছেন। সুবিধাভোগীদের একটি বৈধ পাসপোর্ট থাকতে হয়, ভ্রমণের ব্যবস্থা নিজেদেরই করতে হয়, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়; এ ছাড়াও অন্যান্য শর্ত রয়েছে।
বাইডেন ২০২৩ সালের ৫ জানুয়ারিতে সিএইচএনভি প্যারোল কর্মসূচির ঘোষণা করেছিল। তৎকালীন কর্মকর্তারা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ ঠেকানোর প্রশাসনিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
ইউক্রেন কর্মসূচি ও আগের ভেনেজুয়েলান কর্মসূচির আদলে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।
নির্বাহী আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে। এর অর্থ হল, ওই অভিবাসীদের সাহায্য করতে আগ্রহী ব্যক্তিদের থেকে নতুন কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।
ওয়াশিংটনের মাইগ্রেশন পলিসি ইন্সটিটিউটের ডরিস মাইসনার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই কর্মসূচির বর্তমান সুবিধাভোগীদের মানবিক প্যারোল তুলে নেওয়া হবে, এমন ইঙ্গিত নির্বাহী আদেশে নেই। তবে তিনি বলেছেন, “তারা নিশ্চিতভাবেই একে আর নবায়ন করতে পারবেন না।”
এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ বা সে দেশে স্থায়ীভাবে থাকার কোনও পথ নয়। তবে, অভিবাসন বিষয়ক আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, সুবিধাভোগীরা তাদের অভিবাসন স্টেটাস অস্থায়ী প্যারোল থেকে আরও স্থায়ী প্যারোলে উন্নীত করতে পারেন; যেমন যুক্তরাষ্ট্রের কোনও আত্মীয়ের মাধ্যমে ভিসা বা স্পনসরশিপ পেতে পারেন যা তাদের গ্রিন কার্ড পেতে সাহায্য করতে পারে।