বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে গাজা এবং মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিং ইসরায়েলের দখলে থাকবে। পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ রাফার নিয়ন্ত্রণ করার কথা প্রত্যাখ্যান করেছে তারা।
ইসরায়েলি সেনাদের পাহারায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদল সীমান্তের পণ্য আনা নেওয়া ও মানুষ পারাপারের বিষয়টির দেখভাল করবে। তবে অনুমোদনের বিষয়টি ইসরায়েলের এখতিয়ারে থাকবে।
গাজা থেকে হামাসকে উৎখাতের জন্য ২০২৪ সালের মে থেকে ওই এলাকা নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।
এদিকে হামাসের হামলায় ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর ১,২০০ জন নিহত এবং ২৫০ জন জিম্মিকে বন্দী করার ঘটনায় ব্যাপক নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করেছেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি। মঙ্গলবার তিনি বলেছেন, আগামী ৬ মার্চ পদত্যাগ করবেন তিনি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে হালেভি বলেছেন, এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তদন্ত শেষ করবেন তিনি। ভবিষ্যতের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার জন্য আইডিএফের প্রস্তুতি জোরদারে তার সহায়তা থাকবে।
হামলার বিষয়ে নেতানিয়াহু কোন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, এই জাতীয় তদন্ত যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, গাজায় ইসরায়েলের পাল্টা আক্রমণে ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল কোনও প্রমাণ ছাড়াই দাবী করেছে, এর মধ্যে ১৭,০০০ হামাস সদস্যও রয়েছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
প্রতিবেদনের কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেওয়া।