কর্মকর্তারা বলছেন, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে রাজধানীতে প্রায় আড়াই লাখ মানুষ টিকিট কেটে প্রবেশ করবেন বলে তারা প্রত্যাশা করছেন। ট্রাম্প সর্বশেষ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন।
এক সংবাদ সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানান, ট্রাম্পের প্রথম অভিষেকের তুলনায় আগামী সোমবারের অনুষ্ঠানে দর্শনার্থীর সংখ্যা কম হবে বলে তারা ধারণা করছেন। ২০১৭ সালে তারা ১০ লাখেরও বেশি দর্শনার্থীর জন্য প্রস্তুতি নিয়েছিলেন।
সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলে আশা করা হচ্ছে। দুপুরের দিকে যখন ট্রাম্পের অভিষেক হবে, সে সময় তাপমাত্রা ২০ ডিগ্রি ফারেনহাইটে নেমে আসতে পারে, যা স্বাভাবিকের চেয়ে অন্তত ২০ ডিগ্রি কম।
বাড়তি নিরাপত্তা
ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে ওয়াশিংটনে উদযাপনমূলক অনুষ্ঠান ও বিক্ষোভ, উভয়ই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ক্যাপিটাল ওয়ান অ্যারিনায় রবিবার বিকেলে ট্রাম্পের বিজয় উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রার পরিকল্পনা করা হয়েছে। সেখানে আমেরিকান ব্যান্ড ভিলেজ পিপল সঙ্গীত পরিবেশন করবে। এখানে ২০ হাজার আসন রয়েছে। এই অ্যারিনার কার্যক্রমের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মনুমেন্টাল স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ডিসি নিউজ স্টেশনকে এই তথ্য জানিয়েছে।
তিনটি আনুষ্ঠানিক অভিষেক বল (উদযাপনমূলক অনুষ্ঠান) অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ওয়াশিংটনে সপ্তাহান্তজুড়ে এক ডজনেরও বেশি অনানুষ্ঠানিক বলের আয়োজন করা হয়েছে।
বিক্ষোভের পরিকল্পনা
শনিবার ডাউন টাউন ওয়াশিংটনে আয়োজিত পিপলস মার্চ নামে একটি বিক্ষোভে হাজার দশেক মানুষ যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই বিক্ষোভের আয়োজনে রয়েছে বেশ কয়েকটি নাগরিক অধিকার সংস্থা, বর্ণবৈষম্যের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবি জানানো ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত অধিকার সংস্থা।
গণমাধ্যমের প্রতিবেদন মতে, সোমবার দ্য আনসার কোয়ালিশনের ন্যাশনাল ডে অব অ্যাকশনে পদযাত্রা ও বিক্ষোভ আয়োজন করা হয়েছে।
ওয়াশিংটনের কর্মকর্তারা বলছেন, তারা জনস্রোত ও বিক্ষোভ মোকাবিলায় সিদ্ধহস্ত।
এ সপ্তাহে ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান প্যামেলা স্মিথ এক সংবাদ সম্মেলনে বলেন, “এই শহরে, আমরা সব সময়ই শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজন করতে দেই”। “তবে যখন কেউ আইনভঙ্গ করে, তখন আর আমরা সেটা সহ্য করি না”, বলেন তিনি।
সোমবার অভিষেকের পর ট্রাম্প তিনটি আনুষ্ঠানিক বলে পর্যায়ক্রমে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।