অ্যাকসেসিবিলিটি লিংক

মার্কো রুবিওঃ 'শান্তি' ও 'নিরাপত্তা' প্রচারে যুক্তরাষ্ট্রের নীতি তুলে ধরার অঙ্গীকার করলেন ট্রাম্পের মনোনীত শীর্ষ কূটনীতিক 


সিনেটর মার্কো রুবিও ওয়াশিংটনে ক্যাপিটলে সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে হাজির হন। (১৫ জানুয়ারি, ২০২৫)
সিনেটর মার্কো রুবিও ওয়াশিংটনে ক্যাপিটলে সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে হাজির হন। (১৫ জানুয়ারি, ২০২৫)

ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও বুধবার যুক্ত্ররাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে সিনেটের নিশ্চিতকরণ শুনানিতে হাজির হন। তিনি বলেন, আমেরিকান ভোটাররা তাদের পররাষ্ট্রনীতির প্রতি স্পষ্ট সমর্থন রেখেই ডনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরিয়ে এনেছেন।

তিনি বলেন, "তারা একটি শক্তিশালী আমেরিকা চায় যা সারা বিশ্বে শান্তি এবং দেশে নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য সুস্পষ্ট লক্ষ্য দ্বারা পরিচালিত হবে।"

৫৩ বছর বয়সী এই রিপাবলিকান বলেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র এমন এক সময়ে বৈদেশিক নীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে যখন রিপাবলিকানরা সরকারের ব্যয় সংকোচনের উপর মনোনিবেশ করছে।

রুবিও বলেছেন, যুক্ত্ররাষ্ট্রের ব্যয়কৃত প্রতিটি ডলার আর প্রতিটি নীতির মূল্যায়ন করা হবে । এর মাধ্যমে দেখা হবে এটি আমেরিকাকে কিভাবে আরও নিরাপদ, শক্তিশালী আর সমৃদ্ধ করে।

তিনি বলেন, "বৈদেশিক নীতিতে বিচক্ষণতার সাথে পরিচালনা করা মানে মূল্যবোধ পরিত্যাগ করা নয়। আমরা পৃথিবীর সবচেয়ে ধনী আর শক্তিশালী দেশ হলেও আমাদের সম্পদ সীমাহীন নয়। আর আমাদের মূল জাতীয় স্বার্থকে অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার মানে দূরে থাকা নয়।"

শুনানিতে হেকলাররা স্বল্পপরিসরে বাধা সৃষ্টি করলেও রুবিও তা ভালোভাবেই উৎরে যান। তার সাক্ষ্যগ্রহণের প্রায় দুই ঘণ্টা পর খবর ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে।

এই চুক্তির সমর্থক রুবিও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের মানবিক ক্ষতির কথাও স্বীকার করেন। তিনি উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে এখন যে সুযোগ সৃষ্টি হয়েছে যা ৯০ দিন আগেও চিন্তা করা যেত না।

এদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে রুবিও-র পরিকল্পিত দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিন। ইউক্রেন রাশিয়ার সাথে আলোচনায় যুক্ত্ররাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন করলে রুবিও বলেন, "আমি মনে করি, যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান হওয়া উচিত, যেকোন মূল্যে এই যুদ্ধের অবসান।"

সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের হুমকিকে তিনি কীভাবে দেখছেন জানতে চান রিপাবলিকান সিনেটর পিট রিকেটস। উত্তরে রুবিও চীনের কমিউনিস্ট পার্টিকে "এই জাতির সামনে সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক নিকটবর্তী প্রতিপক্ষ" হিসাবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, চীনের এখন যা আছে সোভিয়েত ইউনিয়নের চেয়ে তা অনেক বেশি। প্রক্সুক্তিগত, শিল্প, অর্থনীতি, ভূরাজনৈতিক এবং বৈজ্ঞানিক দিক দিয়ে এটি শক্তিশালী প্রতিপক্ষ।

রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনস রুবিওর কাছে, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে তার ভাবনা জানতে চাইলে রুবিও বলেন, তিনি সীমান্তে অভিবাসন সমস্যা নিয়ন্ত্রণে মেক্সিকানদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এর সাথে বানিজ্য ও বানিজ্য চুক্তি লঙ্ঘনের বিষয়গুলোও উল্লেখ করেন।

XS
SM
MD
LG