পশ্চিম তীরে ইসরায়েলের অধিকৃত মার্দা শহরের ফিলিস্তিনি বাসিন্দারা শুক্রবার অভিযোগ করেন, ইসরায়েলি বসতিস্থাপনকারিরা একটি মসজিদে আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে, মসজিদের দেয়ালে তারা স্প্রে পেইন্টে গালি ও হুমকির শ্লোগান লিখেছে।
ঘটনাস্থল থেকে ধারণ করা সিকিউরিটি ভিডিওতে দেখা যায় মুখোশধারী ও হুডি পরা এক ব্যক্তি মসজিদের দেয়ালে স্প্রে পেইন্টিং করছেন। কমপক্ষে আরো দুজন ব্যক্তি তার সাথে যোগ দেয়, তাদের মধ্যে একজন একটি বড় জগ বা পাত্র বহন করে ভবনে প্রবেশ করে।
হিব্রু বাইবেলের উদ্ধৃতি দেয়ালে স্প্রে করা হয়। দেয়ালে লেখা ছিল “ আরবদের মৃত্যু” এবং “ সৎ ব্যক্তি প্রতিশোধ নিতে দেখে আনন্দ করবে।”
শুক্রবার এক ভিডিও বিবৃতিতে মারদা গ্রাম কাউন্সিলের প্রধান নাসফাত আল-খুফাশ একে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, "বেশ কয়েকজন ইসরায়েলি বসতিস্থাপনকারি মসজিদে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক আকারে হামলার চেষ্টা করে। এসব হামলা স্যাটেলার গ্রুপগুলোর সব সময়কার ও নিয়মতান্ত্রিক কৃতকর্ম।"
ইসরায়েলি পুলিশ ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে বলেছে, “ আমরা এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছি এবং অপরাধীদের কঠোর বিচারের জন্য তাদের বিচারের আওতায় আনতে দৃঢ়তার সাথে কাজ করব।”
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ( আইডিএফ) সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি নৌবাহিনীর নির্দেশে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান গুলো ইয়েমেনের পশ্চিম উপকূলের পাশাপাশি দেশের গভীরে রাতভর হুতি জঙ্গিদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে জ্বালানি ও তেলের ট্যাংক, দুটি বিদ্যুৎ কেন্দ্র ও আটটি টাগবোটে আঘাত করা হয়েছে। আইডিএফ বলেছে, এসব লক্ষ্য বস্তুতে আঘাত হানা হুথি বাহিনীর সামরিক অভিযানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
আইডিএফ বলেছে, ইরান সমর্থিত হুথি যোদ্ধারা ইসরায়েল রাষ্ট্রের ওপর বারবার হামলা চালিয়েছে, যেখানে দেশের ভূখণ্ডের দিকে মনুষ্যবিহীন আকাশ যান এবং সারফেস টু সারফেস মিসাইল ছোড়া হয়েছে।
ভয়েস অফ আমেরিকার জাতিসংঘ সংবাদদাতা মার্গারিট বেশির এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন এবং এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।