অ্যাকসেসিবিলিটি লিংক

নিউইয়র্কে ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহীর হত্যাকাণ্ডে এক সন্দেহভাজনের বিরুদ্ধে  অভিযোগ দায়ের


নিউ ইয়র্ক সিটি পুলিশ কর্তৃক প্রকাশিত এই ছবিতে, ২০২৪ সালের ৪ ডিসেম্বর একটি ট্যাক্সিতে ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে হত্যাকারী সন্দেহভাজনকে দেখা যাচ্ছে। ৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়।
নিউ ইয়র্ক সিটি পুলিশ কর্তৃক প্রকাশিত এই ছবিতে, ২০২৪ সালের ৪ ডিসেম্বর একটি ট্যাক্সিতে ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে হত্যাকারী সন্দেহভাজনকে দেখা যাচ্ছে। ৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়।

নিউইয়র্কের ফুটপাতে ইউনাইটেড হেলথকেয়ারের সিইওকে গুলি করে হত্যার পর পুলিশ কুকুর, ড্রোন ও স্কুবা ডাইভার দিয়ে মুখোশধারী বন্দুকধারীর তল্লাশি চালায়। তদন্তকারীরা কর্মকর্তারা শহরে সতর্ক নজরদারি ব্যবস্থা বজায় রাখেন। তারা ডিএনএ নমুনা, আঙুলের ছাপ এবং ইন্টারনেট ব্যবহার যাচাই করেন। এমনকি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যক্ষদর্শীদের খোঁজে তল্লাশি চালায়।

ঘটনার পাঁচ দিন পর, পেনসিলভানিয়াতে ম্যাকডোনাল্ডসের এক ক্রেতা সেখানে অবস্থানরত অন্য একজনের সাথে পুলিশের প্রচার করা ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করে পুলিশকে জানালে তাকে আটক করা সম্ভব হয়।

২৬ বছর বয়সী লুইজি নিকোলাস ম্যানজিওনি মেরিল্যান্ডের একটি বিশিষ্ট রিয়েল এস্টেট পরিবারের সদস্য এবং আইভি লিগ স্নাতক। সোমবার যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম মেডিকেল বীমা কোম্পানির প্রধান ব্রায়ান থম্পসনকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে তার বিরুদ্ধে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখা, জালিয়াতি এবং পুলিশকে মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগ আনা হয় এবং পেনসিলভেনিয়ায় জেলে প্রেরণ করা হয়। সন্ধ্যা নাগাদ ম্যানহাটনের প্রসিকিউটররা তার বিরুদ্ধে হত্যার অভিযোগ দাখিল করে বলে জানা যায়। তাকে নিউইয়র্কে হস্তান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগের বিষয় নিয়ে মন্তব্য করার জন্য ম্যানজিওনির কোনও অ্যাটর্নি রয়েছে কিনা তা জানা যায়নি। সোমবারের শুনানিতে কোনও পাবলিক ডিফেন্ডারের প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করলে ম্যানজিওনি পরে তা জানাতে পারবেন কিনা জানতে চান।

এনওয়াইপিডি-র গোয়েন্দা প্রধান জোসেফ কেনি বলেন, ম্যানজিওনির কাছে তিন পৃষ্ঠার হাতে লেখা একটি নথিও রয়েছে যাতে 'কর্পোরেট আমেরিকার প্রতি কিছু বিদ্বেষ' প্রকাশ পায়। অ্যাসোসিয়েটেড প্রেসকে নাম প্রকাশে অনিচ্ছুক আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা বলেন, তার কাছে লিখিত নথিতে ম্যানজিওনি একাই হত্যা করেছেন বলে দাবী করেছেন।

গত বুধবার বিনিয়োগকারী সম্মেলনে যোগ দিতে মিডটাউন ম্যানহাটনের একটি হোটেলে একা হেঁটে যাওয়ার সময় ৫০ বছর বয়সী থম্পসনকে হত্যা করা হয়।

XS
SM
MD
LG