অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়েস অফ আমেরিকা আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিসেবে সঠিক ও প্রশংসনীয় কাজ করেছেঃ মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম


সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে।

এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে।

জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা বাংলা।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর চরমোনাই
আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

ভয়েস অফ আমেরিকাঃ অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুদের নিরাপত্তা বেড়েছে বলে ভয়েস অফ আমেরিকার জরিপে মত দিয়েছেন বাংলাদেশের ৬৪.১ শতাংশ মানুষ, এমনকি সংখ্যালঘুদের প্রায় ৬৬ শতাংশ মনে করেছেন আগের সরকারের চেয়ে তারা এখন হয় বেশি নিরাপত্তা পাচ্ছেন অথবা একই রকম নিরাপত্তা পাচ্ছেন, জরিপের এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন?

মুফতী রেজাউল করীম: আমি মনে করি অন্তর্বর্তী সরকারের সময়ে সংখ্যালঘুরা শতভাগ নিরাপদে আছে। ৬৪% এর বাইরে যারা মতামত দিয়েছেন তাদের অনেকেই হয়তো পতিত 'ফ্যাসিষ্ট' সরকারের দোসর। অবশ্যই বর্তমান সরকারের সময়ে সংখ্যালঘুরা অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা পাচ্ছে।

ভয়েস অফ আমেরিকা আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিসেবে সঠিক ও প্রশংসনীয় কাজ করেছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে 'ফ্যাসিস্ট' সরকারকে ক্ষমতায় রাখতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমগুলো প্রোপাগান্ডা হিসেবে এসব করছে। অথচ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে এখানে এসে প্রতিবেদন করার আহবান জানানো হলেও তারা সেই আহ্বানে সাড়া না দিয়ে যা করছে, তাতে ভারতের গণমাধ্যম সম্পর্কে বাংলাদেশের মানুষের কাছে একদিকে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে, অপরদিকে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবার উপক্রম হয়েছে। যা আমরা কখনো প্রত্যাশা করি না।

(এই সাক্ষাৎকার নিয়েছেন আদিত্য রিমন।)

XS
SM
MD
LG