অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার প্রধান ক্রসিং দিয়ে ত্রাণ বিতরণ বন্ধ করবে জাতিসংঘ, বলছে পথটি খুবই বিপজ্জনক


গাজার জন্য মানবিক সহায়তা বহনকারী ট্রাকগুলি কেরেম শালোম (কারম আবু সালেম) সীমান্ত ক্রসিং-এ ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে৷ ফাইল ফটোঃ ১৪ মার্চ, ২০২৪।
গাজার জন্য মানবিক সহায়তা বহনকারী ট্রাকগুলি কেরেম শালোম (কারম আবু সালেম) সীমান্ত ক্রসিং-এ ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে৷ ফাইল ফটোঃ ১৪ মার্চ, ২০২৪।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা রবিবার বলে, তারা যুদ্ধ-বিধ্বস্ত গাজা ভূখন্ডে সশস্ত্র গোষ্ঠীদের হুমকির কারণে প্রধান মালবাহী ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিচ্ছে। সশস্ত্র গোষ্ঠীগুলো সাম্প্রতিক বহরগুলিতে লুটপাট করেছে। তারা আইনশৃঙ্খলা ভঙ্গের জন্য ইসরায়েলি নীতিকে বড় অংশে দায়ী করে।

এই সিদ্ধান্ত গাজায় মানবিক সংকটকে আরও প্রকট করে তুলতে পারে, বিশেষত এই ঠান্ডা ও বৃষ্টিময় শীতের মৌসুমে। লক্ষ লক্ষ ফিলিস্তিনি দারিদ্র্যপীড়িত তাঁবুর ক্যাম্পে বসবাস করছে এবং তারা আন্তর্জাতিক খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল।

বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ভূখণ্ডের উত্তরে দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছিলেন। অক্টোবরের শুরু থেকে ইসরায়েলি বাহিনী এই অঞ্চলকে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে।

ত্রাণ বহরে হামলা, লুটপাট

গাজার প্রধান মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা আনরা'র প্রধান ফিলিপ লাটসারিনি বলেন, কেরাম শালোম ক্রসিংয়ে যাওয়ার পথটি গাজার দিকে খুবই বিপজ্জনক। সশস্ত্র লোকেরা নভেম্বরের মাঝামাঝি সময়ে এই পথে চলাচলকারী প্রায় ১০০ টি ট্রাক লুট করেছে এবং তিনি বলেন, অস্ত্রধারীরা শনিবার একটি ছোট চালান চুরি করে।

কেরেম শালোম ইসরায়েল ও গাজার মধ্যে পারাপারের একমাত্র পথ যা মালামাল পরিবহনের জন্য নির্ধারিত এবং মে মাসে মিশরের সাথে রাফাহ যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই রাস্তাটিই ত্রাণ সরবরাহের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

গত মাসে, গাজায় প্রবেশ করা প্রায় দুই-তৃতীয়াংশ ত্রাণ কেরেম শালোম ক্রসিংয়ের মাধ্যমে এসেছে এবং পূর্ববর্তী মাসগুলোতে এর মাধ্যমে আরও বেশি ত্রাণ প্রবেশ করেছে বলে ইসরায়েলি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া এক্স-এর একটি পোস্টে, লাটসারিনি গাজায় মানবিক সহায়তা কার্যক্রম ভেঙ্গে পরার জন্য ইসরায়েলকে দায়ী করেন। কারণ হিসেবে তিনি "সহায়তার পরিমাণ সীমিত করার রাজনৈতিক সিদ্ধান্ত", সাহায্য প্রবেশের পথে নিরাপত্তার অভাব এবং পূর্বে জনগণের নিরাপত্তা দেওয়া হামাস পরিচালিত পুলিশ বাহিনীকে ইসরায়েলের টার্গেট করার" কথা উল্লেখ করেন ।

এই সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েল বলে, তারা গাজায় যথেষ্ট মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয় এবং তারা সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্য আনরা এবং অন্যান্য সংস্থাকে দায়ী করে। তারা অভিযোগ করে আনরা'র কর্মী বাহিনীতে হামাস ঢুকে পড়েছে এবং গত মাসে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আইন পাস করে। এ অভিযোগগুলি জাতিসংঘের সংস্থাটি অস্বীকার করেছে।

XS
SM
MD
LG