অ্যাকসেসিবিলিটি লিংক

ইমরান খানের সমর্থকরা ছত্রভঙ্গ , ইসলামাবাদে লকডাউন প্রত্যাহার


ইসলামাবাদের রাস্তায় ইমরান খানের সমর্থকদের বিক্ষোভের সময় একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। ২৭ নভেম্বর ২০২৪।
ইসলামাবাদের রাস্তায় ইমরান খানের সমর্থকদের বিক্ষোভের সময় একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। ২৭ নভেম্বর ২০২৪।

কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়ার পর বুধবার চার দিনের লকডাউনের অবসান ঘটল পাকিস্তানের রাজধানীতে। রাজধানীর সঙ্গে দেশের বাকি অংশের সংযোগকারী সড়কগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, “বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং সব রাস্তা খুলে দেওয়া হচ্ছে।”

পুলিশের বাঁধার মুখে ইমরানের স্ত্রী বুশরা বিবি এবং অন্যান্য বিক্ষোভকারীরা গাড়িতে করে পালিয়ে যান। এই সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হবার খবর জানা গেছে।

সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে ইমরান খানের হাজার হাজার ইমরান সমর্থক ইসলামাবাদের কাছে শিপিং কন্টেইনারের একটি ব্যারিয়ার ভেঙে একটি উচ্চ পর্যায়ের সুরক্ষিত অঞ্চলে প্রবেশ করে। এর কয়েক ঘন্টা পরে পুলিশ সেখানে অভিযান চালালে তারা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

রবিবার থেকে ইসলামাবাদে চরম উত্তেজনা বিরাজ করছে। খানের সমর্থকরা তার মুক্তির দাবিতে আগে থেকেই উত্তপ্ত উত্তর-পশ্চিমাঞ্চল থেকে “লং মার্চ” শুরু করে। খান এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে প্রায় দেড় শতাধিক ফৌজদারি মামলা চলছে। যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করছে তার দল। শত শত বিক্ষোভকারী গত রবিবার থেকে গ্রেফতারের মুখোমুখি হয়েছেন। ক

পালিয়ে গিয়ে খানের স্ত্রী আসিয়া বিবি এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতারা খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরায় অবস্থান করছেন। সেখানে দলটির শাসন এখনও অব্যাহত রয়েছে।

ইমরান খান ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ।

XS
SM
MD
LG