অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় পৌঁছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল


আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে আয়ারল্যান্ড জাতীয় নারী ক্রিকেট দল।

এই সফরে আয়ারল্যান্ড দলের নেতৃত্ব পেয়েছেন গ্যাবি লুইস। পুর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সফর। এছাড়া দলের বাকি ক্রিকেটাররাও বেশ তরুণ।

আগামী ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে ফরম্যাটের সবগুলোই হবে মিরপুর স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ১০ টায়।

ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ। আগামী ৫, ৭ ও ৯ ডিসেম্বর মাঠে গড়াবে ম্যাচগুলো।

এই সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয় এবং হেরেছে একটিতে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিয়ানা রিয়ালি, লরা দিলানি, সারাহ ফোর্বস, এমি হান্টার, আরলেনে কেলি, এইমি মাগুইরি, সারা মারে, লিহ পল, অরলা প্রেনডারজাস্ট, রেয়মন্ড হোয়ে, ফ্রেয়া সারজেন্ট, অ্যালিস টেকটর।

XS
SM
MD
LG