২০২৫ সালের অমর একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়নি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলা একাডেমিকে দেওয়া মন্ত্রণালয়ের এক চিঠিতে এই কথা জানানো হয়েছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজন করতে হবে বলে ঐ চিঠিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে ২০২৩ সালের ২১শে নভেম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী এবার বইমেলা বাংলা একাডেমিতে হবে।
বাংলা একাডেমির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলা আয়োজিত হচ্ছে গত কয়েক বছর ধরে।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ঢাকার গণমাধ্যম দ্য ডেইলি স্টারকে বলেন, "সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বই মেলা জমবে না। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা আয়োজনের জন্য বাংলা একাডেমী আপিল করবে, বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা আয়োজন করতে চায়"।
প্রায় এক দশক ধরেই ঢাকার এই বইমেলা বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হচ্ছে।
মেলার বেশির ভাগ স্টলের বরাদ্দও হয় সোহরাওয়ার্দী উদ্যানে। ২০২৩ ও ২০২৪ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলে বইমেলা আয়োজিত হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুটের বেশি জায়গা নিয়ে।