অ্যাকসেসিবিলিটি লিংক

রিকশা-ভ্যান-ইজি বাইক সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি পেশ


রিকশা-ভ্যান-ইজি বাইক সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি পেশ
রিকশা-ভ্যান-ইজি বাইক সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি পেশ

নিজেদের চ্যালেঞ্জ সমাধান ও জীবিকা নির্বাহের পথ নিশ্চিতের লক্ষ্যে শনিবার (২৩ নভেম্বর) বিক্ষোভ করে ৭ দফা দাবি পেশ করেছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই বিক্ষোভে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান।

৭ দফার মধ্যে রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদানের দাবি জানান, বিদ্যমান রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আওতায় ইলেকট্রিক মোটরসাইকেল, রিকশা ও অন্যান্য ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধনের পাশাপাশি চালকদের লাইসেন্স ও রুট পারমিটের আহ্বান জানিয়েছে পরিষদ।

যানবাহনের আধুনিকায়ন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, চার্জিং স্টেশন স্থাপন, শ্রমিক সুবিধার মতো দাবিগুলো পেশ করেছেন।

বিক্ষোভকারীরা যুক্তি দিয়েছিলেন যে ব্যাটারি চালিত যানবাহনগুলো লাখ লাখ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের এবং টেকসই পরিবহন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অবিলম্বে দাবি মানা না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা।

এর আগে বৃহস্পতিবার, ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন চালকেরা। তারা ঢাকা মহানগরের সড়কে রিকশা চালানোর দাবিতে অবরোধ করেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দিয়েছিল।

হাইকোর্টের ওই আদেশের প্রতিবাদে মহাখালী, মিরপুর, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন।

ঢাকা শহরে চলাচল করা কয়েক লাখ রিকশার একটি বড় অংশ ব্যাটারিচালিত। এ ছাড়া, অনেক পুরোনো প্যাডেলচালিত রিকশাকে যান্ত্রিক করার জন্য ব্যাটারি লাগানো হচ্ছে।

XS
SM
MD
LG