গাজীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তিন শিক্ষার্থী মারা গেছেন।
শনিবার (২৩ নভেম্বর) এই ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরে, এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ শিক্ষার্থী।
মৃত তিন শিক্ষার্থী হলেন, মোজাম্মেল হোসেন নাঈম, মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব।
স্থানীয় গণমাধ্যমে পুলিশ জানিয়েছে, তারা গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী এবং টঙ্গী থেকে শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন।
সকাল ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালীতে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
জেলা প্রশাসককে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার লিখেছে, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার গোলাম ফেরদৌসকে উদ্ধৃত করে প্রথম আলো বলছে, "তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুজনকে আহত অবস্থায় ভর্তি আছে। তাঁদের অবস্থা গুরুতর নয়। নিহত তিনজনের মরদেহ মর্গে আছে।"
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সহ-উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. রাকিবুল ইসলামকে প্রধান করে সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।