অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির মির্জা ফখরুল বলছেন, 'মাইনাস টু ফর্মুলা' নিয়ে কেউ যেন না ভাবে 


সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩ নভেম্বর, ২০২৪।
সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩ নভেম্বর, ২০২৪।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, "মাইনাস টু ফর্মুলা কিংবা বিএনপিকে বাদ দেয়ার ষড়যন্ত্র চলবে না।"

রবিবার (৩রা নভেম্বর) ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির শীর্ষ নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারি মাসে রাজনৈতিক পট পরিবর্তনের সময়কাল 'এক-এগারো' নামে সুপরিচিত।

তখন আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তির কথা চিন্তা করা হচ্ছিল, যা বাংলাদেশের রাজনীতিতে 'মাইনাস টু ফর্মুলা' হিসেবে পরিচিত।

সেই সময়ের কথা মনে করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, "১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময় বিরাজনীতিকরণে এবং মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের ব্যর্থ চেষ্টা হয়েছিল"।

সেই পথ অনুসরণ করার 'চিন্তা করাও উচিৎ নয়' বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল।

'উপদেষ্টার মন্তব্য অপ্রত্যাশিত'

কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা অপ্রত্যাশিত ও অযাচিত মন্তব্য করে বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে অস্থির।"

এই সরকারের কারো কাছ থেকে এ ধরণের বক্তব্য অপ্রত্যাশিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে দল হিসেবে বিএনপি শ্রদ্ধা করে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি যোগ করেছেন, "বিশ্বব্যাপী আপনার বিশাল খ্যাতি রয়েছে এবং এটি বজায় রাখা এখন আপনার প্রধান দায়িত্ব।"

জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক সংসদীয় সরকার ফিরিয়ে আনতে দ্রুত কাজ করার ব্যাপারে জোর দিয়েছেন বিএনপি মহাসচিব।

XS
SM
MD
LG