ঢাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২রা নভেম্বর) সকাল থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ- ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।
পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "ওই এলাকায় ডিএমপি কমিশনার মহোদয় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন। সে অনুযায়ী জাতীয় পার্টিও তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।"
আপাতত অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা নেই বলছেন এই পুলিশ কর্মকর্তা, তবুও 'সতর্কতার অংশ হিসেবে' বাড়তি ফোর্স মোতায়েনের কথা বলছেন তিনি।
শনিবার সকাল থেকে ঢাকা মহানগরের কাকরাইল এলাকায় সেনাবাহিনীর একাধিক দলকে টহল দিতে দেখা গেছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী জাতীয় পার্টির কোনও কর্মী বা নেতাকে কার্যালয়ের আশেপাশে দেখা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার ফেসবুক পোস্টে লিখেছিলেন, "রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।"
শুক্রবার সংবাদ সম্মেলন ডেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের শুরুতে শনিবার সমাবেশ চালিয়ে নেয়ার কথা বলেন, এরপর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে এই সমাবেশ প্রতিহত করার ঘোষণা আসে।
এমন পরিস্থিতিতে শনিবার কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার রাতে জাতীয় পার্টির পক্ষ থেকে ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে শনিবারের কর্মসূচি স্থগিতের' কথা জানানো হয়।